Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শোভনের বাড়িতে তৃণমূল বিধায়ক এবং নেতা, শুধুই কি সৌজন্য সাক্ষাৎ, নাকি দলবদলের ইঙ্গিত?

এদিন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বাড়িতে হাজির হলেন তৃণমূল বিধায়ক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।মঙ্গলবার সন্ধ্যায় শোভন চ্যাটার্জীর গোলপার্কের বাড়িতে গিয়ে তারা উনার সাথে দেখা সাক্ষাৎ…

Avatar

এদিন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বাড়িতে হাজির হলেন তৃণমূল বিধায়ক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।মঙ্গলবার সন্ধ্যায় শোভন চ্যাটার্জীর গোলপার্কের বাড়িতে গিয়ে তারা উনার সাথে দেখা সাক্ষাৎ করেন। তালিকায় ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু তাহের। এই বৈঠক নিয়ে আবারও জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে তাদের তিনজনের মধ্যে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক হয়েছে।

নির্বাচনের ঠিক আগে এরকম একটি সাক্ষাৎকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে মানতে নারাজ রাজনৈতিক মহল। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুঙ্গে উঠেছে জল্পনা। যদিও দীপক হালদার ( Dipak Halder ) এবং আবু তাহের ( Abu Taher) দুজনের দাবি, তারা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। অত্যন্ত ব্যক্তিগত কারণে তারা শোভনের সঙ্গে দেখা করতে যান। পাশাপাশি, তারা জানিয়েছেন এদিন তারা শোভনের জন্য জয়নগরের মোয়া নিয়ে এসেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও, ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত ছিলেন। এর পরেই তাকে নিয়ে শাসক দলের ভেতরে জল্পনা বাড়তে শুরু করে। এদিন সন্ধ্যায় গোলপার্কে শোভনের বাড়িতে ঘন্টা দুয়েক বৈঠক এই জল্পনা আরো তীব্র করল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরো দুই জন স্থানীয় স্তরের নেতা।

যদিও বৈঠকটি একেবারেই গোপন রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। শোভনের বাড়ি থেকে বেরোনোর সময় প্রেস এবং মিডিয়াকে দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক এবং নেতারা। দীপক হালদার বলেছেন,”শোভন বাবুর সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।” এ কারণেই তিনি শুধুমাত্র দেখা করতে এসেছিলেন। তবে তিনি সাফ জানিয়েছেন বিজেপিতে তিনি এখনই যোগ দিচ্ছেন না। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনিও জানাচ্ছেন এখন তার পক্ষে তৃণমূলে থাকা চাপের। তাই এই মুহূর্তে, দলবদল এর সময় কালে শোভনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

About Author