Categories: অফবিট

একদমই নতুন প্রজাতি ডায়ানোসরের সন্ধান পাওয়া গেল অস্ট্রেলিয়ায়

পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়া সবচেয়ে বৃহৎ ডায়ানোসরের জীবাশ্ম, জেনে নিন তার সম্পর্কে

Advertisement

Advertisement

অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়েছে এক নতুন প্রজাতির ডায়নোসরের অস্তিত্বের সন্ধান। বিজ্ঞানীদের মতে, এই ডায়নোসরের প্রজাতি একদমই নতুন। এর আগে এমন প্রজাতির ডায়ানোসরকে পাওয়া যায়নি। সেই সাথে তারা আরও বলেছেন যে, এই ধরনের ডায়ানোসরকে প্যালিওনটোলজিস্টরা বলা চলে। সূত্র হতে জানা গিয়েছে যে, এই ধরনের ডায়ানোসররাই আঁকার এবং আয়তনে অনেকটাই বড় হত এবং একসময় তাদেরই রাজ ছিল এই বিশ্বে।

Advertisement

বিজ্ঞানীদের মতে, ১৫ বছর আগে প্রথম পাওয়া গিয়েছিল এই ধরনের ডায়ানোসরের নমুনা। বহুকাল আগে এই বিশ্বেই বাস ছিল এই ধরনের ডায়ানোসরদের। এই ডায়ানোসরদের বলা হয় Australotitan Cooperensis। এরা এক ধরনের টিটানোসরদের পরিবারের অংশ বলা চলে। জানা গিয়েছে যে, এই ধরনের ডায়ানোসর দাড়ালে তাদের উচ্চতা হবে ৫ থেকে ৬.৫ মিটার। অন্যদিকে এই ডায়ানোসর লম্বার দিকে অর্থাৎ দৈর্ঘ্যে ২৫ থেকে ৩০ মিটার। ইতিমধ্যেই এই ডায়ানোসরকে বলা হয়েছে অস্ট্রেলিয়ার সব থেকে বড় ডায়ানোসর।

Advertisement

পশ্চিম ব্রিসবেনের Eromanga Natural History Museum- এর ডিরেক্টর রবিন ম্যাকেঞ্জির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংরক্ষণ করা হাড় এর সাইজ পর্যবেক্ষন করে দেখা গিয়েছে যে এই ডায়ানোসর খুব সহজে নাম লিখাতে পারবে বিশ্বের পাঁচ বৃহৎ ডায়ানোসরের দলে। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন যে ২০০৬ সালে প্রথম পাওয়া গিয়েছিল এই ডায়ানোসরের ফসিল। রাখা হয়েছিল সংরক্ষণ করে। ২০০৭ সালে পাওয়া গিয়েছিল এই ডায়ানোসরের কঙ্কাল। তবে কোন ধরনের ডায়ানোসর এটি তা খুঁজে বের করা অনেকটাই পরিশ্রমের কাজ। তবে অবশেষে বহু পরীক্ষা নিরীক্ষার পরে জানা গিয়েছে যে এই ধরনের ডায়ানোসর আগে পাওয়া যায়নি। অর্থাৎ এটিকে নতুন এক খোঁজ বলা চলে।

Advertisement