আইপিএল ২০২২-এর মেগা আসর শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। ইতিমধ্যে আইপিএলের সব ক’টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ সমাপ্ত করেছে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে অনুশীলনের কাজে লেগে গা ঘামাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার দিনেশ কার্তিকের বড় বয়ান সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীনেশ কার্তিকের বছর পুরনো সেই বয়ানটি। কি এমন বলেছিলেন দীনেশ কার্তিক?
ইংল্যান্ড সফরে গিয়ে বিরাট কোহলির কাছে একটি বিষয় নিয়ে আবদার করেছিলেন দীনেশ কার্তিক। যদিও ভারতীয় দলের সদস্য হয়ে নয়, বরং একজন ধারাভাষ্যকার হিসেবে সেই সময় ইংল্যান্ড সফর করেছিলেন দীনেশ কার্তিক। সেখানে বিরাট কোহলির কাছে দীনেশ কার্তিক আবদার করে বসেন যে, আসন্ন আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে চান তিনি। তবে সে বিষয়ে ইতিবাচক কোনো উত্তর দেননি তৎকালীন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। এরপর কেটে গেছে প্রায় এক বছরেরও বেশি সময়। মেগা নিলামে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রায় ৫ কোটি টাকা মূল্যে দিনেশ কার্তিককে দলে টেনে নেওয়ায় সেই কাহিনী সামনে এসেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্রসঙ্গে দীনেশ কার্তিকের কাছে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা উত্তর দেন। তিনি বলেন,’হ্যাঁ আমি এই বিষয়ে বিরাট কোহলির কাছে আবদার করেছিলাম। তবে ওর দিক থেকে কোনরকম ইতিবাচক জবাব আসেনি। শুধুমাত্র ও আমাকে বলেছিল,”তুমি ভুল মানুষের সাথে এই বিষয়ে কথা বলছ”। উল্লেখ্য, সেই সময় দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যদিও বিরাট কোহলির নিকট ইচ্ছা প্রকাশের পরপরই কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন দীনেশ কার্তিক। আর সেবার দিনেশ কার্তিকের উপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামার স্বপ্ন অবশেষে পুরণ হতে চলেছে।