Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুই দফা নির্বাচন বাকি থাকতেই ভোটের ফলপ্রকাশ করে দিলেন দিলীপদা!

Updated :  Friday, April 23, 2021 9:45 AM

বাঘিনী, জাত গোখরোদের জায়গার পরে এবারে বাংলার রাজনীতির ময়দান একেবারে ফুটবল মাঠ! আর এই ফুটবল মাঠে রেফারি হয়ে খেলা শেষের আগেই আগাম ফল ঘোষণা করে শেষ বাঁশি বাজালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখনো বাকি দুই দফায় নির্বাচন। কিন্তু তার আগেই দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন, ‘খেলা শেষ’। বৃহস্পতিবার রাতে তিনি একটি টুইট করলেন এই খেলা শেষ নিয়ে।

এই টুইটে ফুটবল মাঠের স্কোর কার্ড এর মত একটি ছক কাটা রয়েছে। তলায় দেখা যাচ্ছে একটি ফুটবল এবং ওপরে দুটি টিমের নাম বিজেপি এবং তৃণমূল। এখানে দেখা যাচ্ছে নির্ধারিত সময়ে ৯০ মিনিটে বিজেপি জিতেছে এবং তৃণমূল হেরে গিয়েছে। অর্থাৎ কার্যত ‘খেলা শেষ’। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর বাংলার জনসভা বাতিল করেছেন মমতা, মোদি। তার মাঝেই একই দিনে একটি বিস্ফোরক টুইট নিয়ে হাজির হলেন দিলীপ ঘোষ।

 

 

দিলীপ ঘোষের টুইট থেকে বাংলায় যেটা নিয়ে তার আত্মবিশ্বাস একেবারে স্পষ্ট। শুধু তিনি নন বিজেপির বহু নেতা মন্ত্রী বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসার জন্য অত্যন্ত বদ্ধপরিকর। এর আগে দিলীপ ঘোষ ছাড়াও সায়ন্তন বসু, রাহুল সিনহা রা এই বিষয়টি নিয়ে বারংবার মন্তব্য করেছিলেন। আর এবারে একেবারে পেনাল্টি বক্সে ঢুকে সোজা গোলপোস্ট লক্ষ্য করে শট মারলেন দিলীপ ঘোষ। কিন্তু এহেন একটি টুইট করার পর কটাক্ষের শিকার দিলীপ ঘোষ। অনেকেই জিজ্ঞেস করছেন, তিনি রগড়ানি ছেড়ে ফুটবল খেলতে নেমে গেলেন! আবার অনেকের প্রশ্ন, দু’দফা নির্বাচন বাকি থাকতে তিনি এত বড় দাবি কি করে করলেন? অনেকে আবার উল্লেখ করলেন ইনজুরি টাইমে খেলা এখনো বাকি রয়েছে। তবে, দিলীপ ঘোষ যতই বলুন না কেন, আসল রেফারি কিন্তু জনতা জনার্দন।