Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলার উন্নয়নে বাঙালির থেকে বহিরাগতদের অবদান বেশি, বক্তব্য দিলীপের

Updated :  Thursday, December 3, 2020 11:06 PM

রীতিমতো চলছিল অভ্যন্তরীণ বনাম বহিরাগত বিতর্ক। এমন অবস্থায় বুধবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, বাঙালিদের থেকে অন্যান্য রাজ্যের লোকেরা বড় ভূমিকা পালন করেছিল। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে শাসক শিবির। তাদের অভিযোগ,রাষ্ট্রের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে কিছু না জেনে বিভেদমূলক রাজনীতি করছেন দিলীপবাবু।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দিলীপবাবু বলেন,”স্বাধীনতার আগে থেকেই অন্য রাজ্য থেকে আসা লোকেরা বাংলার উন্নয়নে বড় ভূমিকা পালন করছেন। যারা এখানে কারখানা বিশেষ করে কলখানায় কাজ করতেন বেশীরভাগই অন্য রাজ্যের লোক। তাই রাজ্যের উন্নয়নে বাঙালিদের থেকে অন্য রাজ্যের লোকের ভূমিকা বেশি”।

তিনি অভিযোগ এনেছেন শাসক দলের বিরুদ্ধে। তার মতে, যারা বাংলার কল্যাণের জন কাজ করেছেন তাদের ‘বহিরাগত’ বলে চিহ্নিত করছেন শাসক দল। এখানেই থামনেনি তিনি। তার বক্তব্য, তবে কি শাহরুখ খান এবং প্রশান্ত কিশোর এখন অভ্যন্তরীণ হয়ে গিয়েছেন। এটাই প্রধান বিড়ম্বনা।

তবে দিলীপ ঘোষের কথার উত্তর দিয়েছেন শাসক শিবির। উত্তরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,” বাঙালির অবমাননা করার বিজেপির অভিপ্রকাশ এখন অনেকটাই উন্মুক্ত। আমার মনে হয়, দিলীপ ঘোষ ঠিক জানেন না যে স্বাধীনতা সংগ্রামে এবং সার্বিক উন্নয়নে বাঙালিদের ভূমিকা সম্পর্কে।”

প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে বাংলা ভ্রমণে এসেছিলেন অমিত শাহ। তার পর ফিরে গিয়ে তার কাছে ৫ জন নেতাকে বাংলার পাঁচ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন তিনি। এছাড়া বাংলায় আনা হয়েছিল অমিত মালব্যকেও। সেই বিষয়ের বিপক্ষে শাসক শিবিরে উঠেছিল ‘বহিরাগত’ রব। তার পাল্টা জবাব দিয়েছিলেন বিজেপি সভাপতিও। উত্তরে দিলীপ ঘোষ বলেন,শাহরুখ খানও তো বহিরাগত। এছাড়া প্রশান্ত কিশোরের কথাও তোলেন তিনি। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।