বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছির স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে এবার ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’কে টেক্কা দিল লালন ফুলঝুরির ‘ধূলোকণা’। চলতি সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই অবাক ধারাবাহিক অনুরাগীদের অধিকাংশ।
লীনা গঙ্গোপাধ্যায় পরিবার কেন্দ্রিক গল্প বলতে ভালোবাসেন। তাতে থাকে ত্রিকোণ প্রেমের গল্পও। বলাই যায়, এটাই তার লেখার সিগনেচার পয়েন্ট। এবার তার লেখাতেই বাজিমাত করলো ‘ধূলোকণা’। উল্লেখ্য, বর্তমানে অধিকাংশ টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্য লেখেন তিনিই। তার লেখার মধ্যে একটা ব্যাপার আছে বলেই মনে করেন টেলিভিশন জগতের বেশিরভাগ কলাকুশলীদের পাশাপাশি পরিচালকরাও। তবে চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশ পেতেই চমকে গিয়েছেন অধিকাংশ ধারাবাহিক অনুরাগীরা। ঋদ্ধি-খড়ির পাশাপাশি সিদ্ধার্থ-মিঠাইয়ের জুটিকে রীতিমতো টেক্কা দিয়েছে স্টার জলসার লালন-ফুলঝুরি জুটি। রইল এই সপ্তাহের টিআরপি তালিকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) ধূলোকণা (স্টার জলসা) – ৮.১
২) গাঁটছড়া (স্টার জলসা) – ৮.০,
মিঠাই (জি বাংলা) – ৮.০
৩) গৌরী এল (জি বাংলা) – ৭.৯
৪) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.৭
৫) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৬.৯,
লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) – ৬.৯,
উমা (জি বাংলা) – ৬.৯
৬) মন ফাগুন (স্টার জলসা) – ৬.৮
৭) পিলু (জি বাংলা) – ৬.২
৮) আয় তবে সহচরী (স্টার জলসা) – ৬.১
৯) এই পথ যদি না শেষ হয় (জি বাংলা) – ৫.৬
১০) সর্বজয়া (জি বাংলা) – ৫.৪
প্রথম স্থান হারালেও একে অপরের সঙ্গ ছাড়েনি ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’। একইসাথে ৮.০ রেটিং নিয়ে দুটি ধারাবাহিকই রয়েছে দ্বিতীয় স্থানে। ধারাবাহিকের পর্দায় কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। তবে ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’ ক্রমাগতভাবে প্রথম স্থান দখল করে ছিল বলে, এই সপ্তাহের টিআরপি তালিকা কিছুটা হলেও চমকে দিয়েছে অনেককে, তা বলাই বাহুল্য। তবে এই সপ্তাহে ‘গৌরী এল’ ও ‘আলতা ফড়িং’এর রেটিং নেহাতই মন্দ নয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ও ‘উমা’ একে-অপরকে রীতিমতো জোরদার টেক্কা দিয়েছে, তালিকায় চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে।