Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধূলোকণা ধারাবাহিকে নতুন টুইস্ট, সকলের সামনে ফাঁস ফুলঝুরির আসল জন্ম পরিচয়

স্টার জলসা চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এর মধ্যে একটি হলো মানালি দে অভিনীত ধূলোকণা। এই ধারাবাহিকটির বয়স খুব বেশি দিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে…

Avatar

By

স্টার জলসা চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এর মধ্যে একটি হলো মানালি দে অভিনীত ধূলোকণা। এই ধারাবাহিকটির বয়স খুব বেশি দিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই ধূলোকণা ধারাবাহিক। লালন এবং ফুলঝুরির জুটি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে খুব কম সময়ের মধ্যেই। মুখ্য চরিত্রে অভিনয় করা ইন্দ্রাশিষ দে এবং মানালি দে দর্শকদের মন জয় করতে পেরেছেন তাদের অভিনয়ের মাধ্যমে। সর্বোপরি যেখানে মিঠাই এর মত ধারাবাহিক রয়েছে সেখানেও কিন্তু ধূলোকণা নিজের একটা জায়গা তৈরি করে রেখেছে এখনও।

সম্প্রতি এই ধূলোকণা ধারাবাহিকে একটা বিশাল বড় একটা টুইস্ট এসেছে। এতদিন পর্যন্ত আমরা জানতে পারতাম শুধুমাত্র সিরিয়ালের নায়ক ইন্দ্রাশিষ ওরফে লালন গান করতে জানে। আর গানের পাশাপাশি শুধুমাত্র পেটের তাগিদে বাধ্য হয়ে তাঁকে ড্রাইভারি করতে হয়। কিন্তু এবারে সিরিয়ালে দেখানো হচ্ছে, সকলের বাড়িতে ফাইফরমাশ খাটা মেয়ে ফুলঝুরি লালন এর থেকেও ভালো গান গাইতে জানে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পরিবর্তনে আসার পরেই দর্শকদের একেবারে চক্ষু চড়কগাছ। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি লালনের সঙ্গে সম্পর্কের ইতি টেনে নিজের জীবনে এগিয়ে চলেছে ফুলঝুরি। লালন সুযোগ পেলেই চড়ুইয়ের সাথে মিলে ফুলঝুরি কে নানা ভাবে অপমান করতে শুরু করেছে। কিন্তু সে সমস্ত নিয়ে খুব একটা বেশি ভাবনা চিন্তা করছে না ফুলঝুরি। তবে নিজের পরিচয় তৈরি করার জন্য একটা জেদ নিয়ে লালনকে নিজের আত্ম পরিচয় প্রমাণ করার একটা তাগিদ নিয়েছে ফুলঝুরি।

ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি ফাংশনে ফুলঝুরি লেখা গান করে সকলের বাহুবা অর্জন করে নিয়েছে ফুলঝুরি। তাই লালনের মত এবার সে নিজের গান তৈরি করে গাওয়া শুরু করেছে। আর তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তার বড় মামি। ফুলঝুরির গলায় সেই গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। তবে তাঁর সাথে সাথে আরও একটি টুইস্ট রয়েছে। সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে গান গেয়ে টাকা অর্জন করছে শুনে মেয়ের কাছে টাকা চাইতে এসেছে ফুলঝুরির বাবা। কিন্তু তখনই তাদের মতে কথা কাটাকাটিতে শোনা যায় ফুলঝুরি তাদের নিজের মেয়ে নয়। বরং সে নাকি কুড়িয়ে পাওয়া মেয়ে। একথা জানার পর কার্যত আকাশ ভেঙে পড়েছে ফুলঝুরির মাথায়। আসলে ফুলঝুরি কার মেয়ে? এই টুইস্ট এর পরিণতি কী হবে? এই প্রশ্নেই বর্তমানে দ্বিধা-বিভক্ত ধুলোকনা ধারাবাহিকে দর্শকরা।

About Author