Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধোনি কে টপকে গেলেন পান্থ!

এম এস ধোনি কে টপকে গেলেন পান্থ চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজির গড়লেন দিল্লীর তরুণ ক্রিকেটার পান্থ। মাত্র ১১ টি টেস্ট খেলে ৫০ টি উইকেট…

Avatar

এম এস ধোনি কে টপকে গেলেন পান্থ চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজির গড়লেন দিল্লীর তরুণ ক্রিকেটার পান্থ। মাত্র ১১ টি টেস্ট খেলে ৫০ টি উইকেট শিকার করলেন এই তরুণ উইকেটকিপার ধোনি তার ৫০ উইকেট পেয়েছিলেন ১৫ টি টেস্টে সেখানে পান্থ তা হাসিল করলেন ৪ টে কম টেস্ট খেলে।

এদিন ইশান্ত শর্মার বলে ক্রেগ ব্রাথওয়েট আউট হওয়ার সাথে সাথে নজির গড়লেন পান্থ এর আগেও অস্ট্রেলিয়া সফরে ১১ টি উইকেট তুলে রেকর্ড গড়েছিলেন পান্থ। সব মিলিয়ে ধোনির উত্তরসূরি হিসেবে বারবার যে নাম টা উঠে আসছিলো এবং স্বয়ং ধোনি যার অন্তর্ভুক্তির জন্য বারবার সওয়াল তোলেন সেই পান্থ এবার নিজেকে প্রমাণ করে দেখালেন যদিও তার থেকে ব্যাটেও বড়ো ইনিংস আশা করছে ভারতীয় দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author