প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালিত হয়। কালীপুজোর আগে ধনতেরাস উৎসব পালিত হয়। ভারতের নানা অঞ্চলে ধনতেরাস পালিত হয় মূলত ‘ধন’-এর উৎসব হিসেবে। এই দিন পূজিত হতেন ধন্বন্তরী। হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় উঠে আসেন ধন্বন্তরী, তাঁর এক হাতে অমৃতপূর্ণ কলস, অন্য হাতে আয়ুর্বেদের বই। ধনতেরাস নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এও কথিত আছে যে এই দিন মা লক্ষ্মী দুধ সাগর থেকে উঠে আসেন ধরাধামে। মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবতার পুজো হয় এইদিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএইদিন সকলেই সোনা, রুপো অথবা মুল্যবান ধাতুর কোন জিনিস কেনেন। অনেকে ঝাড়ু পর্যন্ত কেনেন। কেউ কেউ স্বস্তিক চিহ্ন কিনে ঘরের দরজায় ঝুলিয়ে রাখেন। সবই করবেন, কিন্তু কখন করবেন? চলুন দিনক্ষণ জেনে নিই।
এই বছর ২০২০ তে ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। সম্ভব হলে এই সময়ের মধ্যে কিনুন। এই দিন আপনি আপনার আরাধ্য দেবীর পুজো করুন অথবা মূল্যবান কোন ধাতু কিনুন।