সোশ্যাল মিডিয়ার জগতে সবকিছুই আজকাল ভাইরাল। বাদাম কাকুর বাদাম বিক্রির কৌশলে তৈরি গান থেকে শুরু করে বন্দে ভারত ট্রেনের মধ্যে তৈরি কোনো ভিডিও। তবে সোশ্যাল মিডিয়ার দর্শকদের মধ্যে সবথেকে বেশি যে ধরনের ভিডিও জনপ্রিয়তা পায় সেগুলি মূলত ভ্লগ এবং নাচের ভিডিও। এই ধরনের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার মূল কারনই হলো এই ধরনের ভিডিওর সহজতা। মানুষের কোনো ট্যালেন্ট দেখতে সকলেই পছন্দ করে থাকেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এরকমই নাচের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে বলিউডের জনপ্রিয় গান কুসু কুসুর সঙ্গে নাচ করছেন এক নববধূ ও তার দেবর। দেবর ও বৌদির এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকের আকর্ষণ কেড়ে নিতে শুরু করেছে ইতিমধ্যেই। ইউটিউবে অনেকেই এই ভিডিও দেখে বেশ আনন্দিত। এমনিতেই আজকাল দেওর ও বৌদির নাচের ভিডিওর ব্যাপক চাহিদা রয়েছে। নেটিজেনরা এই জুটির ঝলমলে রসায়ন বেশ উপভোগ করেন। এমনিতেই দেওর ও বৌদির সম্পর্কটা বেশ মজার সম্পর্ক বলেই ধরা হয়। তাই এই জুটির পারফরমেন্স স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু করে দিয়েছে। সম্প্রতি, একটি বিয়েতে দেবর-ভাবী জুটির ইলেক্ট্রিফাইং ড্যান্সের একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। বলিউডের বিখ্যাত গান ‘সওদা খারা খারা’-তে স্টেজ মাতাচ্ছেন তারা এই ভিডিওতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসওদা খারা খারা-গানে উদ্যমী পারফরম্যান্স
এই ভিডিওতে দেওর ও বৌদিকে ডান্স ফ্লোরের ওপরে দাড়িয়েই নাচতে দেখা যায়। তাদের কেমিস্ট্রি এতটাই ভালো যে, তাদের নাচ দেখে আপনি এই জুটির থেকে চোখ সরিয়ে নিতে পারবেন না। সওদা খারা খারা, এই ট্রেন্ডিং গানে নাচ করার সময় তাদেরকে একসঙ্গে বেশ অত্যাশ্চর্য দেখাচ্ছে। ভিডিওতে, বৌদির সাজ এতটাই সুন্দর ছিল যে তাকে অনেকটাই বলিউডের অভিনেত্রীর মতোই লাগছিল। অন্যদিকে দেওরকেও বলিউডের নায়কের মতোই লাগছিল। তাদের দুজনের নাচের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল যেন কিয়ারা ও অক্ষয় লাইভ পারফরম্যান্স দিচ্ছেন। পূর্তি কি দুনিয়া তাদের ইউটিউব অ্যাকাউন্টে এই নাচের ভিডিও পোস্ট করেছেন। ইতিমধ্যেই এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।