Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সি-বিচে ‘কহো না পেয়ার হ্যায়’ গানে তুমুল নাচ উত্তম কুমারের নাত বউ দেবলীনার, দেখুন ভিডিও

অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) টলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। দেবলীনা সাধারণতঃ তাঁর কোনও ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কিছুদিন আগেই বলিউড দিভা মালাইকা অরোরা (Malaika arora)…

Avatar

অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) টলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। দেবলীনা সাধারণতঃ তাঁর কোনও ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কিছুদিন আগেই বলিউড দিভা মালাইকা অরোরা (Malaika arora) স্ট্রেচমার্কস সহ ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন। সেলিব্রিটি থেকে সাধারণ মহিলা নির্বিশেষে প্রায় সবার খারাপ লেগেছিল এই ঘটনাটি। বিভিন্ন শারীরিক কারণে মেয়েদের শরীরে স্ট্রেচমার্কস আসে। এর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন পরিবর্তনও। মাতৃত্বের কারণে সন্তানের জন্মের পর মহিলাদের শরীরে স্ট্রেচমার্কস আসে। দেবলীনাও একরকম প্রতিবাদ করেছিলেন স্ট্রেচমার্কস সহ নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে। তাঁর ছবিগুলিতে দেবলীনার বেলি-র অংশে রয়েছে প্রচুর স্ট্রেচমার্কস। একসময় দেবলীনা যথেষ্ট মোটা ছিলেন। কড়া ডায়েট ও এক্সারসাইজের ফলে শেপে এসেছেন দেবলীনা। কিন্তু তাঁর অতীতের স্থূলতা তাঁর শরীরে রেখে গেছে স্বাক্ষর। ফলে তাঁর বেলি-র অংশে রয়ে গিয়েছে স্ট্রেচমার্কস। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, এগুলি তাঁর পরিবর্তনের প্রমাণ। দেবলীনার ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেবলীনা তাঁর বাবা ও রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashish kumar) -এর হয়ে প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু এর মধ্যেই ফাঁক পেতেই তিনি ও গৌরব শর্ট ট্রিপে রওনা দিয়েছেন মন্দারমণি। সেখানে গিয়ে সমুদ্রের ধারে ‘কহো না পেয়ার হ্যায়’-এর টাইটেল সং-এর সাথে মন্দারমণির সি-বিচে চুটিয়ে নাচ করে ইন্সটাগ্রাম রিল বানিয়ে শেয়ার করেছেন দেবলীনা।

এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।

About Author