Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহানায়ক উত্তম কুমারের বাড়ির বৌ-এর পরনে হট প‍্যান্ট, চাবুক ফিগারে ভাইরাল অভিনেত্রী

Updated :  Wednesday, January 20, 2021 10:05 PM

সম্প্রতি অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।  ছবিতে সাদা রঙের  থ্রি কোয়ার্টার্স স্লিভ ক্রপ টপ এবং ডেনিম হট প‍্যান্টে দেবলীনাকে এই শীতের আমেজেও হট লেগেছে।  দেবলীনা প্রপ হিসাবে একটি মেরুন রঙের জ‍্যাকেট ব্যবহার করেছেন।  জ‍্যাকেটটি কাঁধে ধরে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, শীত তাঁর পছন্দের ঋতু না হলেও জ‍্যাকেট নিয়ে পোজ দিতে তাঁর ভালোই লাগছে।  নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে দেবলীনার ছবি।  অনেকে বলেছেন, দেবলীনাকে স্ত্রী হিসাবে পেয়ে গৌরব লাকী।  তবে অনেকে দেবলীনার পোশাককে  কটাক্ষ করেছেন।

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন  সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল।  দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।  নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন।  কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।  এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার।  এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।