খেলা

Team India: ভারতের হয়ে খেলার ইচ্ছা অপূর্ণই রয়ে গেল, সুযোগ দিলেন না হার্দিক পান্ডিয়াও

শিভম মাভি, হার্সেল প্যাটেল কিংবা আরশদীপ সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দৌড়ে হার্দিক পান্ডিয়ার নজরে পড়েননি মুকেশ কুমার।

Advertisement

Advertisement

সদ্য সমাপ্ত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের পারফরম্যান্স মোটের উপর ভালো। নতুন বছরের প্রথমেই সিরিজ জয়ের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। যদিও এই দলে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মত অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন না একাদশে। সম্পূর্ণ তরুণ ক্রিকেটার সম্মিলিত দল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নতুন রেকর্ড গড়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি সহ কে এল রাহুল।

Advertisement

তবে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা এই তরুণ ক্রিকেটারের জন্য অপূর্ণ রয়ে গেছে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জন্য। এ পর্যায়ে আমরা ভারতের তরুণ ক্রিকেটার মুকেশ কুমারের কথা উপস্থাপন করতে চলেছি। ভারতের এই জোরে বোলার প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ডাক পেলে স্বপ্ন অধরা রয়েই গেল হার্দিক পান্ডিয়ার জন্য।

Advertisement

উল্লেখ্য, মুকেশ কুমারের জন্ম বিহারের গোপালগঞ্জে একটি সাধারণ পরিবারে। মুকেশ কুমার ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে সর্বাধিক উইকেট সংগ্রাহক নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে বল হাতে অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। ফলশ্রুতিতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে লিপিবদ্ধ হয়েছিল তার নাম।

Advertisement

তবে শিভম মাভি, হার্সেল প্যাটেল কিংবা আরশদীপ সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দৌড়ে হার্দিক পান্ডিয়ার নজরে পড়েননি তিনি। তবে আসন্ন আইপিএলের মেগা আসরে দিল্লির জার্সিতে মাঠ কাঁপাবেন ভারতীয় এই ক্রিকেটার। বেসিক মূল্য ২০ লক্ষ টাকা থাকলেও মেগা নিলামে তাকে কিনতে দিল্লি ক্যাপিটালস খরচ করেছে ৫.৫ কোটি রুপি! যা প্রায় তার বেস প্রাইজের ২৮ গুন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে মুকেশ কুমার ভারতের প্রথম শ্রেণীর পেসারদের তালিকায় নাম লেখাতে পারেন।

Recent Posts