Categories: দেশনিউজ

ভারত ও চিন যুদ্ধের আবহ, এই মুহূর্তে কার কত শক্তি? জানুন

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন।

Advertisement

Advertisement

একদিকে করোনার দাপট আর অন্যদিকে ইন্দো-চিন সংঘর্ষ। লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন। আর এই নিয়ে দুই দেশের মধ্যে এখন যুদ্ধের আবহ। চিনের সেনাদের হামলায় ভারতের ২০ জন জওয়ানের প্রাণ গিয়েছে। আর তারপর থেকেই চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে সারা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, জওয়ানদের এই বলিদান ভোলার নয়। অর্থাৎ চিনের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তাহলে কি যুদ্ধের আভাস দিলেন প্রধানমন্ত্রী? এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

Advertisement

এখন যদি ভারত-চিন যুদ্ধ লাগে, তাহলে দুই দেশের কাছে কি ক্ষমতা রয়েছে, আসুন দেখে নিই –

Advertisement

ভারতের কাছে কি কি শক্তি রয়েছে?

Advertisement

ভারতের কাছে মোট সক্রিয় সেনা রয়েছে ১৩ লক্ষ। যার মধ্যে রিজার্ভে রয়েছে আরও ১১ লক্ষ।

পরমাণু অস্ত্র রয়েছে ১৫০ টি।

আর্টিলারি রয়েছে ৫,১০০।

সাঁজোয়া গাড়ি আছে ৭০০০।

যুদ্ধ হেলিকপ্টার ৭২৫ টি।

যুদ্ধ বিমান ৮৫০ টি।

ট্যাঙ্ক আছে ৪,০৫০ টি।

মালবাহী বিমান রয়েছে ৪০০ টি।

যুদ্ধজাহাজ ২১৪ টি।

সাবমেরিন আছে ১৫ টি।

রণতরী আছে ২ টি।

চিনের কাছে কি কি শক্তি রয়েছে? দেখে নিন –

ভারতের কাছে মোট সক্রিয় সেনা রয়েছে ২২ লক্ষ। যার মধ্যে রিজার্ভে রয়েছে আরও ৮ লক্ষ।

পরমাণু অস্ত্র রয়েছে ২৬০ টি।

আর্টিলারি রয়েছে ১০,০০০।

সাঁজোয়া গাড়ি আছে ৮০০০।

যুদ্ধ হেলিকপ্টার ১২০০ টি।

যুদ্ধ বিমান ১৪০০ টি।

ট্যাঙ্ক আছে ৭,৭৬০ টি।

মালবাহী বিমান রয়েছে ৬৩০ টি।

যুদ্ধজাহাজ ৭৮০ টি।

সাবমেরিন আছে ৭৬ টি।

রণতরী আছে ২ টি।

ভারত রাশিয়া থেকে আরও ৩৩ টি যুদ্ধবিমান কিনছে। এছাড়া সীমান্তে যুদ্ধবিমান চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Recent Posts