Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DA Hike: ফেব্রুয়ারি থেকে বেতন কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত, কেন এই পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Updated :  Friday, January 24, 2025 1:13 PM
DA Hike

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বেতন ও বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান হতে চলেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ধাপে ধাপে তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে। মাসে মাসে বেতনের সঙ্গে এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে জানা গিয়েছে।

ডিএ নিয়ে টালমাটাল পরিস্থিতি

অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। অনেকদিন ধরেই সরকারি কর্মীরা তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রয়েছেন।

রাজ্য সরকারের নতুন পরিকল্পনা

সরকারি সূত্রে জানা গিয়েছে, এবার রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধে উদ্যোগী হয়েছে। তিন মাস ধরে ধাপে ধাপে কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে বকেয়া অর্থ। পাশাপাশি, নতুন করে ৬ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাও খুব শীঘ্রই করা হতে পারে।

কর্মীদের জন্য সুখবর আসছে ফেব্রুয়ারিতে

সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকেই সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিএ পেতে শুরু করবেন। এই পদক্ষেপে রাজ্যের বহুদিনের জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি কর্মীদের জন্য এটি বড় সুখবর হতে চলেছে। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।