করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এক চিকিৎসকের। জানা গিয়েছে, ওই চিকিৎসক মহারাষ্ট্রের বাসিন্দা, বয়স ৮৫ বছর। ওই চিকিৎসকের দুই আত্মীয় ইংল্যান্ড থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। দুই আত্মীয়ের সংস্পর্শে আসার ফলে ওই চিকিৎসকের শরীরে কোভিড-১৯ এর জীবানু ছড়িয়ে থাকতে পারে।
তিনি কয়েকদিন আগেই অসুস্থ হয়ে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। জানা গিয়েছে, তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। চিকিৎসকের ওই দুই আত্মীয়ের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। এদিন ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০। আক্রান্ত ছাড়িয়েছে ৮০০। এদিন দেশে আরও ১৪৪ টি নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। বাংলায় নদীয়া জেলার তেহট্টে এদিন একই পরিবারের পাঁচ জনের দেহে মিলেছে কোভিড-১৯ এর জীবানু। যা রাজ্যের জন্য খারাপ সংবাদ।