Categories: দেশনিউজ

গার্হস্থ্য হিংসা আইনের নতুন নিয়ম জানাল সুপ্রিম কোর্ট

Advertisement

Advertisement

মামলা চলাকালীন শ্বশুর বাড়িতেই থাকতে পারেন পুত্রবধূ।  আজ সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে শ্বশুরবাড়িতে থাকা বধূর অধিকার।  এমনকি যৌথ পরিবারের সম্পত্তির ভাগ পাওয়ার অধিকারী হবেন বাড়ির পুত্র বধূরা। দেশের শীর্ষ আদালতের এই আইন নতুন করে পথ দেখাবে বলে মত ভারতীয়দের।

Advertisement

Advertisement

এর ফলে অনেক বধূরাই সুবিচার পাবেন। এমনকি দেশের আইন আগের থেকে বেশি অপরাধ কমাতেও সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বলা হয়েছে গার্হস্থ্য হিংসা আইনের ২ নম্বর ধারা অনুযায়ী শ্বশুরবাড়ির যৌথ সম্পত্তি এবং শ্বশুরবাড়ির পৈত্রিক ভিটে বা সম্পত্তির ভাগও পাবে।

Advertisement

এখন দেখা যাক এই নয়া নিয়ম নতুন করে কি পথ দেখাবে সেই নিয়েই দেশ বাসির অপেক্ষা রইল, আশা করা হচ্ছে এর ইতিবাচক ইঙ্গিতই মিলবে।

Recent Posts