Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেয়ে সোনম কাপুর এমন কাজ করলেন যে গোটা কাপুর পরিবারে চোখে জল, এই হল পুরো খবর

Updated :  Monday, August 22, 2022 8:23 AM

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই বোঝা যাবে না, তার বয়সের গণ্ডি ৬৫ স্পর্শ করেছে। কেউ কেউ তো মনে করেন এখনো অভিনেতার ৪০ বছর বয়স হয়নি। এই এভারগ্রীন অভিনেতা বলিউডের একাধিক হিট ফিল্মে অভিনয় করেছেন। হিন্দি সিনেমার জগতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তবে আজকের এই প্রতিবেদন অনিল কাপুরকে নিয়ে নয়, বরং তাঁর মেয়ে সোনাম কাপুরকে নিয়ে।

সোনাম কাপুর নিজেও একজন বড় মাপের বলিউড অভিনেত্রী। তিনি একাধিক হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মনের মানুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং বিভিন্ন বলিউড সিনেমাতে কাজ করে মোটামুটি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন সোনাম। তবে সম্প্রতি সোনামের এক কাজের জন্য চোখে জল চলে এসছে অনিল কাপুরের। আর সেই খবর দাবানলের মতো ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। শুধু যে অনিল কাপুরের তাই নয়, সোনাম কাপুরের শ্বশুরবাড়ির লোকেরাও অভিনেত্রীর ওই কাজের জন্য চোখের জল ফেলেছেন। কি এমন করেছেন তিনি? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

মেয়ে সোনম কাপুর এমন কাজ করলেন যে গোটা কাপুর পরিবারে চোখে জল, এই হল পুরো খবর

আসলে সোনাম কাপুর সর্বদাই ইন্টারনেট দুনিয়ার নজরে থাকে। সম্প্রতি তার এক কাজ চোখের জল এনেছে তার পরিবার-পরিজনের। আপনারা যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়। আসলে কিছুদিন আগেই সোনাম কাপুর মা হয়েছেন এবং তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোনামের মা হওয়ার খবর শুনে খুশিতে অশ্রুজলে ভিজেছেন পরিবার-পরিজন। আর এই কথাই এখন ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হয়ে গেছে।