Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sapna Dance: টাইট সালওয়ার স্যুটে ভারি নাচ করলেন স্বপ্না চৌধুরী, দেখে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন বুড়োরা

ভারতের হরিয়ানার নাচকে কেউ যদি বিশ্ব মঞ্চে নিয়ে আসতে পারেন তাহলে তিনি হলেন স্বপ্না চৌধুরী। তার নাচের মাধ্যমে স্বপ্না ভারতের সবাইকে পাগল করে দিয়েছেন। আর এই নাচের দৌলতে যে শুধু…

Avatar

ভারতের হরিয়ানার নাচকে কেউ যদি বিশ্ব মঞ্চে নিয়ে আসতে পারেন তাহলে তিনি হলেন স্বপ্না চৌধুরী। তার নাচের মাধ্যমে স্বপ্না ভারতের সবাইকে পাগল করে দিয়েছেন। আর এই নাচের দৌলতে যে শুধু তিনি জনপ্রিয় হয়েছেন সেটা বলা ভুল হবে। বরং বলতে গেলে তার সাথে সাথেই জনপ্রিয় হয়েছে হরিয়ানার নাচও। তার প্রতিটি ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। আর এবারেও তার অন্যথা হল না। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি যদিও অনেকটাই পুরনো একটি ভিডিও তবে এই ভিডিওতে স্বপ্নার নাচ দেখে সবাই বেশ আনন্দিত।

নাচের জাদুতে মঞ্চ কাঁপালেন স্বপ্না

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বপ্না চৌধুরীর একটি পুরানো ভিডিও, আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। মঞ্চে স্বপ্নার জাদু দেখে তার ভক্তরা নাচতে বাধ্য হন। বছর কয়েক আগে স্বপ্নার এই ভিডিও অ্যালবাম বের হলেও এখনো সেটা একইরকম জনপ্রিয়। আজও তার পুরনো একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে বিন্দাস স্টাইলে হরিয়ানভি গানে নাচছেন স্বপ্না চৌধুরী। গানটির নাম হলো- ‘তিকে বোল’। এই ভিডিও জুড়ে স্বপ্না তার দেশি স্টাইল বেশ কয়েকবার প্রদর্শন করেছেন। স্বপ্নার নাচ দেখতে মঞ্চের সামনে লোকেরা ব্যাপক ভিড় করেছেন। অনেকে আবার আশে পাশের বাড়ির ব্যালকনি থেকেও এই নাচ দেখছেন।

স্বপ্না চৌধুরীর আয়

স্বপ্না চৌধুরীর আজকের দিনে জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। আজ স্বপ্না অনেক বিলাসবহুল গাড়ির মালিক। তবে এখন তিনি আর স্টেজ শো করেন না। তবে, তিনি যখন নিজের সবথেকে ভালো সময়ে ছিলেন, তখন একটি সাক্ষাত্কারের সময়, স্বপ্না চৌধুরী প্রকাশ করেছিলেন যে তিনি একটি শোয়ের জন্য কত টাকা নেন। সাক্ষাতকারে স্বপ্না বলেছিলেন যে, তিনি একটি শো এর জন্য হাজারে নয়, লাখে চার্জ নেন। একটি স্টেজ শো এর জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন স্বপ্না চৌধুরী। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। অন্যদিকে, স্বপ্না চৌধুরী যদি ২ থেকে ৩ ঘন্টার জন্য একটি ইভেন্টে উপস্থিত হন তবে তিনি ৩ লাখ টাকা পর্যন্ত চার্জ করেন।

About Author