বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘নামাক হালাল’। এই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ‘জওয়ানি জানেমান’। সম্প্রতি এই গানের তালেই সিমরান সিংকে হালকা সবুজ রঙের নেটের শাড়ি ও ঘি রঙের স্লিভলেস ব্লাউজে সেজে উঠতে দেখা গিয়েছিল। এদিন খোলা চুলে এই বেশে হালকা সাজ নিয়েছিলেন তিনি। আপাতত, উল্লেখ্য গানের তালে তার এই ইনস্টা রিল ভিডিও একাংশকে রীতিমতো ঘায়েল করেছে। তার সাহসী ভাবভঙ্গির জন্য প্রশংসাও এনে দিয়েছে তাকে। তার ঝলক অবশ্য মিলবে কমেন্টবক্সেই। উল্লেখ্য, ছবিতে শশী কাপুর, অমিতাভ বচ্চন, স্মিতা পাতিল, পারভিন ববির মতো একাধিক গণ্যমান্য তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছিল। আজও দর্শক মাঝে এই ছবির জনপ্রিয়তা রয়েছে ভালোই।
Jawani Janeman গানে শাড়ি লুকে চোখ টাটানো নাচ এই যুবতীর, লুফে দেখেছেন মানুষ – VIRAL VIDEO
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কমবেশি ছোট থেকে বড় প্রায় সকলেই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ার পাতায়। কর্মব্যস্ত জীবনে নেটদুনিয়ায়…

আরও পড়ুন