Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উদিত নারায়ণের গানে দুর্দান্ত কোমর নাচালেন এই সুন্দরী মহিলা, কামুক ফিগার দেখে ঘায়েল নেটজনতা – VIRAL VIDEO

Updated :  Monday, September 11, 2023 9:51 AM

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক এই ঝলকে খুশি সিং নামের একটি মাঝবয়সী যুবতীকে দেখা গিয়েছে। এদিন উদিত নারায়ণের গাওয়া জনপ্রিয় গান ‘ঘুঙ্ঘটে মে চান্দ’এর তালেই দেখা দিয়েছিলেন তিনি। খোলা চুলে, মাথায় ঘোমটা দিয়েই মানানসই ঘাঘড়া পরেছিলেন তিনি। কোমর দুলিয়ে ছিলেন দক্ষতার সাথেই। এই ধরনের ভিডিও বানাতে খুশি যে যথেষ্ট স্বচ্ছল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। পাশাপাশি ভিডিওর কমেন্টবক্সে মিলবে একাধিক প্রশংসার ঝলকও।