Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যবসায়ে বিনিয়োগ লাভের সম্ভাবনা এই জাতক রাশির, আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ ৩১ শে মার্চ ( ১৭ ই চৈত্র) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি। মেষঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি…

Avatar

আজ ৩১ শে মার্চ ( ১৭ ই চৈত্র) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি হতে পারে। বেশি লোভ করবেননা। সৎ উপায়ে আয় করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

মিথুনঃ আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেননা

কর্কটঃ আজ আপনি ও আপনার পরিবার ভ্রমণে বাইরে যেতে পারেন। ভ্রমণে কোনো কারণে বিপদ আসতে পারে। ভেঙে পড়বেননা। সাবধানে ঘুরুন। সকলের প্রতি যত্নশীল হন।

সিংহঃ আজ আপনার পারিবারিক ব্যবসায়ে বিনিয়োগ করলে প্রফিট পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য দিনটি বেশ শুভ। মন দিয়ে নিজের নতুন ব্যবসার কাজ করুন।

কন্যাঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। তেল মশলার খাবার বর্জন করুন।

তুলাঃ আজ আপনার ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে আপনার দিনটি। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো অসৎসঙ্গে মিশে আয় করতে পারে। সেই উপার্জনে লাভ হলেও ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। অসৎ সঙ্গ এড়িয়ে চলুন। দিনটি খুব একটা ভালো যাবেনা

ধনুঃ আজ আপনার পাকস্থলী জনিত কোনো রোগ হতে পারে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ঠিক করে পথ্য নিন।

মকরঃ আজ সাহিত্যিকদের জন্য দিনটি বেশ শুভ। ভালো উপন্যাস লেখার জন্য বেশ নাম ডাক হতে পারে। ভালো লেখার জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে লেখালিখি করুন।

কুম্ভঃ আজ স্কুল শিক্ষকদের জন্য দিনটি বেশ সুখকর। স্কুল কলেজের শিক্ষকদের প্রমোশন হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। মন দিয়ে পড়ান। দিনটি বেশ ভালোই কাটবে।

মীনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। কোনো ভুল কাজের জন্য অপমানিত হতে পারেন। দেখে শুনে কাজ করুন। সহজে ভেঙে পড়বেননা। মন শান্ত করুন।

About Author