আজ ২রা এপ্রিল (১৯ শে চৈত্র) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
বৃষঃ আজ আপনি বিনা পরামর্শে কোনো কাজ করবেন না। বড়দের কথা শুনে কাজ করার চেষ্টা করুন। মন দিয়ে নিজের কাজ করুন।
মিথুনঃ আজ আপনি কোনো বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভেঙে না পড়ে প্রস্তুত থাকুন। মন শক্ত রেখে এই বিপর্যয়ের মোকাবেলা করুন। দিনটি বেশ একটা সুখকর নয়।
কর্কটঃ আজ আপনি কোনো কারণে দুর্বলতার স্বীকার হতে পারেন।কাছের কেউ এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। সাবধান হন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।
সিংহঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে শত্রুর সংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।
কন্যাঃ আজ আপনি নতুন অফিসে কাজের সুযোগ পেতে পারেন। কাজের জায়গায় নিজের পরিশ্রমের জন্য সাফল্য পেতে পারে। মন দিয়ে কাজ করুন।
তুলাঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।
বৃশ্চিকঃ আজ আপনার যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি রাস্তায় চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
ধনুঃ আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।
মকরঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি হতে পারে। বেশি লোভ করবেননা। সৎ উপায়ে আয় করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন।
কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।
মীনঃ আজ আপনার অনেকদিনের মনস্কামনা পূর্ণ হতে পারে। ভগবানের কাছে কোন মানত থাকলে তা অবশ্যই পালন করুন। দিনটি বেশ ভালোই যাবে














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases