Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৬ শে ফেব্রুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Friday, February 26, 2021 8:43 AM

আজ ২৬ শে ফেব্রুয়ারী (১৩ই ফাল্গুন) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো ষড়যন্ত্রে সাফল্যের ইঙ্গিত পেতে পারেন। বশীকরনের জন্য উপযুক্ত দিন। একমাত্র উপকারে দিনটি কাজে লাগান। কারোর অনিষ্ট করবেন না।

বৃষঃ আজ আপনার উচ্চ আকাক্ষা বাড়ার সম্ভাবনা আছে। নিজেকে একটু সময় দিন। মন শান্ত রাখার চেষ্টা করুন। দিনটি খুব একটি সুখকর নয়।

মিথুনঃ আজ আপনি দাঁতের সমস্যায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহঃ আজ আপনার ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনার বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে-শুনে ব্যয় করুন। অতিরিক্ত খরচে আপনার ক্ষতি হতে পারে।

তুলাঃ আজ আপনার দাম্পত্য জীবন খুব একটা মধুর হতে নাও পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিকঃ আজ আপনার কাছের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক মতো পথ্য দিন। সহজে ভেঙে পড়বেননা।

ধনুঃ আজ আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অযথা অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।