আজ ২৪শে নভেম্বর (৭ই অগ্রহায়ণ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি
মেষ (ARIES): আজ আপনি রাজনৈতিক ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। কোনো রকম রাজনৈতিক মহলের ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে ক্ষতি হতে পারে।
বৃষ (TAURUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।
মিথুন (GEMINI): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।
কর্কট (CANCER): আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
সিংহ (LEO) : আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কন্যা (VIRGO): আজ আপনার ব্যবসায় মন্দা ভাব দেখা দিতে পারে। ভেঙে না পড়ে সমস্যার সম্মুখীন হন। ব্যবসার কাজে সহজে কাউকে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন।
তুলা (LIBRA): আজ আপনি বুকের ব্যথায় ভুগতে পারে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। কষ্ট পেলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।
ধনু (SAGITTARIUS): আজ আপনি কোনো ভালো কাজের জন্য মানসিক তৃপ্তি পেতে পারেন। কাজের জন্য বেশ নাম ও হতে পারে। বেশ আনন্দে ও হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।
মকর (CAPRICORN): আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। নিজের কাজের জন্য সৌভাগ্যলাভ হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাজে সফলতা পেতে পারেন।
কুম্ভ (AQUARIUS): আজ আপনি কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।
মীন (PISCES): আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside