Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৮ই সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

Updated :  Friday, September 18, 2020 8:15 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা। আজ কাজের প্রতি মনোনিবেশ করুন, অগ্রগতি অবশ্যম্ভাবী।

বৃষ– আজ স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকা উচিত। ব্যবসায় কোনো ঝুঁকি নিতে যাবেন না আজ।

মিথুন– শ্লেষ্মার ধাত রয়েছে যাদের তারা আজ সতর্ক থাকুন। কোনো বিশেষ প্রশংসা আজ আপনার মন খুশি করবে।

কর্কট– স্বাস্থ্য নিয়ে কোনোরকম রাশ ঢিলা দেবেন না। আজ কোথাও ভ্রমণে যেতে পারেন।

সিংহ– ব্যবসায়ে বিশেষ লাভ রয়েছে। আজ প্রেমের ক্ষেত্রে বিশেষ মোড় আসতে চলেছে।

কন্যা– অযথা কোনো ঝামেলায় জড়াতে যাবেন না, নিজের মত সৃজনশীল কাজ নিয়ে নিয়োজিত থাকুন। কোনো রত্নাদি কেনার জন্য আজ শুভ দিন।

তুলা– কারোর কোনো ব্যাপারে অযথা নিজেকে জড়িয়ে কাজ নেই। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে।

বৃশ্চিক– স্বাস্থ্যের প্রতি নজর দিন। অপ্রয়োজনীয় ভাবনা চিন্তায় আপনার মানসিক ক্ষতি ছাড়া কিছু সম্ভব না। সামাজিক কোনো অনুষ্ঠান বা কাজে আজ জড়িত থাকতে পারেন।

ধনু– স্বাস্থ্য ভালো থাকবে। যারা একসময় বিনিয়োগ করেছিলেন, আজ লাভ পাওয়ার সম্ভাবনা। পশুপালনের সঙ্গে যুক্ত মানুষরাও বিশেষ লাভবান হতে পারেন।

মকর– শারীরিক ক্লান্তি আসতে পারে, এর জন্য প্রয়োজনীয় বিশ্রাম নিন। সন্তানের প্রতি বিশেষ চিন্তা আসবে।

কুম্ভ– আজ দিনটি বেশ প্রাণখোলা হবে আপনার জনয়ম ইচ্ছা মতই কাটবে। কারোর সুপরামর্শ আপনার জন্য লাভদায়ক হতে চলেছে।

মীন– তাড়াহুড়ো করে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে কোনো আর্থিক বিষয় নিয়ে। আজ আপনার জন্য ইন্দ্রিয় সংযমের দিন।