Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৫ই মে, জেনে নিন কোন রাশি জাতকদের খারাপ সময়

Updated :  Saturday, May 15, 2021 8:26 AM

আজ ১৫ই মে (৩১শে বৈশাখ) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনি বড় কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মনে সাহস রেখে পুনরায় চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।

মিথুনঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে ঝগড়া বিবাদহতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

কর্কটঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

সিংহঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

কন্যাঃ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার অনেক দিনের পুরনো কাজ সম্পন্ন হতে পারে। মানত থাকলে তা অবশ্যই পূরণ করুন। মন দিয়ে নিজের কাজ করুন।দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসার কাজে বেশ উন্নতি হতে পারে। বয়বসার প্রসারে আয় বাড়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা লাভ হতে পারে।

ধনুঃ আজ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকরঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।

কুম্ভঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

মীনঃআজ আপনি কোনো বড় অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।