আজ ১১ই আগস্ট (২৫শে শ্রাবণ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার দিনটি বেশ ভালো। ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান।
মিথুনঃ আজ আপনার মা শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। মায়ের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান।দিনটি খুব একটা সুখকর নয়।
কর্কটঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।
সিংহঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয় কোনো কারণে মন চঞ্চল থাকতে পারে। এই চঞ্চলতার কারণে কোনো কাজ বড় ক্ষতি হতে পারে। মন শান্ত রাখুন।
তুলাঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
বৃশ্চিকঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। কাছের কোনো বন্ধুকে সাহায্যের হাত বাডিয়ে দিতে পারেন। পরের উপকারের জন্য নাম ডাক হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।
ধনুঃ আজ আপনার কো নো কাছের বন্ধু বড় ক্ষতি করতে পারেন। সাবধানে থাকুন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা সুখকর নয়।
মকরঃ আজ আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে। মন দিয়ে কাজ করুন। আজ আপনার সুপ্ত ইচ্ছে পূরণ হতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।
কুম্ভঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।
মীনঃ আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।