আজ ১০ই জুলাই (২৫শে আষাঢ়) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান সম্মান বৃদ্ধি হতে পারে। কাজের জন্য অফিসে প্রশংসা পেতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার ভাইয়ের ভালোবাসা পাবেন। দুজনে একসঙ্গে অনেক ভালো সময় কাটাবেন। একে অপরকে সময় দিন। আপনার দিনটি ভালো কাটবে।
মিথুনঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।
কর্কটঃ আজ আপনি নিজের সন্তানের কোনো কাজের জন্য গর্বিত হতে পারেন। সন্তানের বেশ নাম ডাক হবে। নিজের সন্তান আর পরিবারের সাথে ভালো সময় কাটান।
সিংহঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর দিনটি বেশ ভালোই যাবে। নতুন বন্ধুত্বে মন ভালো থাকবে বন্ধুর সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন।
কন্যাঃ আজ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।
তুলাঃ আজ আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেটিতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের খেলাটা খেলুন। জিততে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।
বৃশ্চিকঃ আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।
ধনুঃ আজ আপনার যকৃতের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে। সাবধানে থাকুন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলা যুক্ত খাবার বাদ দিয়ে পথ্য খান।
মকরঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।
কুম্ভঃ আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।
মীনঃ আজ আপনি কাছের কোনো বন্ধুর কাছে প্রবল ভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।