Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Horoscope: আজ ১৬ই জানুয়ারি, কোন কোন রাশিতে কী কী সুফল আছে

আজ ১৬ই জানুয়ারি (২রা মাঘ) রবিবার, রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি মেষ (ARIES): মনের উপর চাপ বাড়তে পারে, শান্ত থাকার চেষ্টা করুন। নতুন মহিলার সঙ্গে আলাপের সম্ভাবনা।…

Avatar

আজ ১৬ই জানুয়ারি (২রা মাঘ) রবিবার, রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষ (ARIES): মনের উপর চাপ বাড়তে পারে, শান্ত থাকার চেষ্টা করুন। নতুন মহিলার সঙ্গে আলাপের সম্ভাবনা। পারিবারিক অশান্তি এড়িয়ে যাবেন। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ (TAURUS): সন্তানের জন্য মনোকষ্টে ভুগতে পারেন, পরিবারকে সময় দিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভবনা। বিশেষ কারণে মন চঞ্চল হয়ে উঠতে পারে। অহেতুক ব্যয় এড়িয়ে চলুন।

মিথুন (GEMINI): দাম্পত্য জীবনে ফিরবে সুখ। ব্যবসার কাজে নতুন বিনিয়োগের সম্ভাবনা। কর্মক্ষেত্রে তুমুল ব্যস্ত থাকতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন।

কর্কট (CANCER): নতুন কোনো সুখবর পেতে পারেন। সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ দক্ষতার সঙ্গে মেটানোর চেষ্টা করুন। সকালবেলা ঝগড়ার প্রসঙ্গ দেখলে এড়িয়ে যান। জলপথে যাতায়াতে জীবনের ঝুঁকি।

সিংহ (LEO): সন্তানের স্বাস্থ্য চিন্তায় ফেলবে। বাড়িতে বন্ধুদের আগমনের হেতু দাম্পত্য জীবনে সময় দিতে পারবেন না। অর্থের দেনা পাওনা মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা (VIRGO): রক্তচাপ জনিত সমস্যা ভোগান্তিতে ফেলবে। বিপদ এড়াতে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন। শত্রুর জন্য আপনার ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা রয়েছে চোখ কান খোলা রাখুন।

তুলা (LIBRA): স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। দাম্পত্য সমস্যা মিটিয়ে নিন। অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি এনে দেবে। মন ভালো রাখতে সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখুন।

বৃশ্চিক (LIBRA): ব্যবসায়ে নতুন বিনিয়োগ এই মুহূর্তে না করাই ভালো। দুপুরে পরে কাজের জায়গায় সহকর্মীদের চক্রান্তে বিপদে পড়তে পারেন। বিবাহ জনিত কারণে খরচ বাড়তে পারে।

ধনু (SAGITTARIUS): ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারেন। ধর্মকর্মে আগ্রহী হবেন। পেটে ব্যথার সমস্যা এড়িয়ে যেতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার বর্জন করুন।

মকর (CAPRICORN): সাবধানে চলাফেরা করবেন, আচমকা আঘাত লেগে শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে চলেছে।

কুম্ভ (AQUARIUS): কর্মক্ষেত্র ও ব্যবসা দুই জায়গাতেই আর্থিক লাভের সম্ভাবনা। ভালো কাজ করেও বদনামের ভাগি হতে পারেন। নিজেকে সংযত রাখুন, রাগের বশে কাছের মানুষদের কটু কথা বলবেন না।

মীন (PISCES): ভাই বোনের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। পেটের কষ্ট ভুগতে পারেন। সাধুসঙ্গে আপনার দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে।

About Author