Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দাদাগিরির মঞ্চে ‘বিবাহ অভিযান’, মন্ত্র পরলেন পুরোহিত, সঙ্গে ছিলেন দাদা

কাগজে কোন বিজ্ঞাপন না কিংবা কোন ম্যাট্রিমনি ডট কম এও না, অথবা কোন ঘটক মারফত নয়, এবারে পাত্র-পাত্রী পেয়ে যাবেন আপনি দাদাগিরি সিজন এইট মঞ্চে। সঙ্গে থাকবেন দাদা স্বয়ং। কেউ…

Avatar

কাগজে কোন বিজ্ঞাপন না কিংবা কোন ম্যাট্রিমনি ডট কম এও না, অথবা কোন ঘটক মারফত নয়, এবারে পাত্র-পাত্রী পেয়ে যাবেন আপনি দাদাগিরি সিজন এইট মঞ্চে। সঙ্গে থাকবেন দাদা স্বয়ং। কেউ খেতে ভালোবাসেন, তো কেউ ঘুরতে, কেউ আবার ছবি তুলতে ভালোবাসেন। জি যেমনটা পছন্দ করেন ঠিক তেমনি মনের মানুষ আপনি পাবেন এই বারের এই  ‘বিবাহ অভিযান’ পর্বে।

খেলা, আড্ডা, গল্প এর পাশাপাশি প্রতিযোগিরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এই দাদাগিরির মঞ্চে। সাথে থাকবে দাদার মজার মজার প্রশ্ন। আজ চোখ রাখুন জি বাংলার পর্দায় রাত সাড়ে নটায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author