মেসিকে নিয়ে একি মন্তব্য করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? জেনে নিন এখুনি

Advertisement

Advertisement

বর্তমান ফুটবপ্রেমীদের মধ্যে মেসি- রোনাল্ডো মানেই একটা আলাদা আবেগ। মেসির ফ্যানরা রোনাল্ডোকে ছোট করে মেসিকে বড় দেখানোর চেষ্টা করে ঠিক তেমনি এর উল্টোটাও ঘটে। এবার মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পর্তুগিজ তারকা।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কেরিয়ারে ছয় থেকে আটটা ব্যালন ডি’অর জিততে চান। বর্তমানে রোনাল্ডো-মেসি দুজনেই ৫ টি করে ব্যালন ডি’ওর পেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথায়, বিশ্বের ফুটবল ইতিহাসে লিওনেল মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Advertisement

তবে তিনি সেই মেসিকেও টপকে যেতে চান বলে অকপটে জানিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি বলেছেন, ‘আমরা দুজন বন্ধু নয়। তবে আমরা একই স্টেজে ১৫ বছর পারফর্ম করছি। পরস্পর পরস্পরকে ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করেছি।’

Advertisement