Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাদক মামলায় নোটিস পাঠানো হল বিবেক ওবেরয়ের স্ত্রীকে

আবারও আরেক ভাইবোন নাম জড়ালেন মাদক মামলায়। না এবারে আর রিয়া-সৌভিক নয়, তবে এনারাও বলিউডের সঙ্গে যুক্ত। এবারে, সান্ডালহুড মাদক (Sandalwood drugs case) মামলায় নাম জড়ালেন ঐশ্বর্য রাইয়ের প্রাক্তন বয়ফ্রেন্ড…

Avatar

আবারও আরেক ভাইবোন নাম জড়ালেন মাদক মামলায়। না এবারে আর রিয়া-সৌভিক নয়, তবে এনারাও বলিউডের সঙ্গে যুক্ত। এবারে, সান্ডালহুড মাদক (Sandalwood drugs case) মামলায় নাম জড়ালেন ঐশ্বর্য রাইয়ের প্রাক্তন বয়ফ্রেন্ড বিবেক ওবেরয় (Vivek Oberoi)। সরাসরি তাঁর নাম না এলেও, বিবেকের বর্তমান স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে (Priyanka Alva) নোটিস পাঠায় সিটি ক্রাইম ব্রাঞ্চ ব্যাঙ্গালুরু (City Crime Branch Bengaluru)। প্রথমদিকে, সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভার (Aditya Alva) নাম জড়িয়ে যায়। বৃহস্পতিবার বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি কিন্তু খুঁজে পাওয়া যায়নি আদিত্য আলভাকে। তাঁর নামে ইতিমধ্যে জারি হয়েছে লুকআউট নোটিস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মূলত, রাগিনী দ্বিবেদীকে জিজ্ঞাাবাদের সময়ই উঠে আসে আদিত্য আলভার নাম। তিনি নাকি বাড়িতে বিভিন্ন সময় পার্টির আয়োজন করতেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে, শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিটি ক্রাইম ব্রাঞ্চ ব্যাঙ্গালুরু।

About Author