চুক্তি বাতিলের প্রস্তাব, আইপিএলে পাওয়া যাবে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

Advertisement

Advertisement

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত হওয়ার সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের প্রায় ১৫০ টি দেশ এই মারন ভাইরাসে কবলে। ভারতবর্ষে গতকাল আরও এক ব্যাক্তির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই নিয়ে ভারতে ৩ জনের মৃত্যু হল, প্রত্যেকেই ষাটোর্ধ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অনুযায়ী এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। ভারত সরকার যেভাবে করোনা ভাইরাসের উপর সতর্কভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advertisement

জমায়েত এড়িয়ে চলতে এখন সমস্ত রকম স্পোটিং ইভেন্ট বাতিল বা স্থগিত করেছে সরকার। ২৯ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত। তারপর কীভাবে আইপিএল আয়োজন করা হবে বিসিসিআই সেবিষয়ে ভাবনা চিন্তা করছে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের আইপিএল চুক্তি বাতিল করার পরামর্শ দিয়েছে। আইপিএল খেলতে আসাটা খেলোয়াড়দের নিজস্ব ব্যাপার তবে সংশ্লিষ্ট বোর্ডের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তাই এক্ষেত্রে বোর্ড সরাসরিভাবে কোন সিদ্ধান্ত খেলোয়াড়দের উপর চাপিয়ে দিতে পারে না শুধুমাত্র পরামর্শ দিতে পারে।

Advertisement

আরও পড়ুন : বাতিল হয়েছে আইপিএলের প্রস্তুতি, রাঁচিতে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত ধোনি

Advertisement

আইপিএল খেলার জন্য ১৭ জন অজি খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস বলেছেন, “খেলোয়াড়দের আইপিএল খেলা তাদের নিজস্ব সিদ্ধান্ত, আমরা শুধু পরামর্শ দিতে পারি। এবারের আইপিএল খেলতে বারণ করছি ওদের, ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। আশা করি এই অনিশ্চয়তার মধ্যে ভারতীয় বোর্ডও সবদিক ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নেবে।” এবারের আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন প্যাট ক্যামিন্স। ১৫.৫০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কেনে তাকে। এখন দেখার বিষয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শ কিভাবে নেন ওয়ার্নার, স্মিথ, কামিন্স, ম্যাক্স‌ওয়েলরা।

Tags: IPL 2020