Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Loan: ক্রেডিট স্কোর খারাপ? আয়ের কোন প্রমাণ নেই? এভাবেই খুব কম সুদে ঋণ পাবেন

হঠাৎ করে কোন সময় কোন টাকার চাহিদা হয়ে গেলে মানুষ সবসময় কারো কাছে ঋণ নিয়ে থাকে। ইন্ডিয়া সবথেকে ভালো জায়গা হল ব্যাংক। অনেকেই ব্যক্তিগত ঋণের বিকল্প বেছে নিয়ে থাকেন ব্যাংকের…

Avatar

হঠাৎ করে কোন সময় কোন টাকার চাহিদা হয়ে গেলে মানুষ সবসময় কারো কাছে ঋণ নিয়ে থাকে। ইন্ডিয়া সবথেকে ভালো জায়গা হল ব্যাংক। অনেকেই ব্যক্তিগত ঋণের বিকল্প বেছে নিয়ে থাকেন ব্যাংকের কাছে গিয়ে। কিন্তু ব্যক্তিগত ঋণ নিতে হলে কিছু ব্যাপারে খেয়াল রাখতে হয়। এর মধ্যে অন্যতম বিষয়টি হলো সিবিল স্কোর। এই স্কোর যদি ভালো হয় তাহলে আপনি ভাল লোন পাবেন। যদি এই স্কোর ভালো না হয় তাহলে কিন্তু কোন ব্যাংক আপনাকে সহজে লোন দিতে চাইবে না। যদি জীবন কর্পোরেশনের পলিসি নিয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা ঋণের বিকল্প রয়েছে। আর সব থেকে ভালো ব্যাপারটা হলো এর ফলে কিন্তু আপনার সিবিল স্কোর কোনভাবেই প্রভাবিত হবে না। অন্যদিকে ব্যক্তিগত ঋণের তুলনায় এই ঋণের সুদের হার অনেকটা কম। চলুন তাহলে এই ঋণের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।এই পলিসির বিপরীতে নেওয়া ঋণ একটি সুরক্ষিত ঋণ কারণ এই সময়ে আপনার বীমা পলিসি নিরাপত্তা হিসেবে রাখা হয় এবং আপনাকে অন্য কোন রকম শর্ত দেওয়া হয় না। ঋণ নেওয়ার জন্য কিছু বিশেষ শর্ত ঠিক করা হয়েছে যে আপনার এলআইসি পলিসি কিন্তু থাকতে হবে। আপনার কমপক্ষে বয়স হতে হবে ১৮ বছর এবং তিন বছর ধরে সেই পলিসির জন্য আপনাকে বার্ষিক প্রিমিয়াম শোধ করতে হবে। এরপরেই কিন্তু আপনি সেই ঋণ গ্রহণ করতে পারবেন এলআইসির তরফ থেকে। আপনাকে কত পরিমাণ ঋণ দেওয়া হবে তার পরিমাণ নির্ভর করবে এলআইসি পলিসির সমর্পণ মূল্যের উপর। যদি কোন পলিসি ধারি মেয়াদ পূর্তির আগে পলিসি সমর্পণ করে দেন তবে বীমা সংস্থা তাকে একটি নির্দিষ্ট মূল্য ফেরত দিয়ে থাকে, সেই মূল্যের নাম করা হয় সমর্পণ মূল্য। সাধারণত ঋণের পরিমাণ পলিসি মূল্যের ৯০% পর্যন্ত হয় । এই পরিমাণ পলিসি মূল্যের ৮৫% পর্যন্ত হতে পারে। অন্যদিকে এই ঋণে সুদের হার ১০% থেকে ১৩ শতাংশ হতে পারে।এই লোনের আরো একটা বড় সুবিধা হল এই লোনে আপনাকে প্রতিমাসে ইএমআই দিতে হয় না। যেহেতু টাকা পুরোপুরিভাবে জমা হবে তাই আপনি সেই অনুযায়ী কিস্তি পরিশোধ করতে পারবেন। তবে সুদ কিন্তু এই টাকা সাথে যোগ করতে হয়। অন্যদিকে যদি আপনি ঋণ পরিশোধ না করতে পারেন, তাহলে সরাসরি আপনার policy থেকে টাকা এবং বরাদ্দ সুদ কেটে নেওয়া হয়। আপনি সহজ পদ্ধতিতে নো ইওর কাস্টমার ডাটা সহ এলআইসির এই প্রকল্পে নিবন্ধন করতে পারেন। অনলাইনেই আপনি এই বীমা পলিসি কিনতে পারেন। এজন্য আপনি নিজের একাউন্টে লগইন করে বীমা পলিসির বিপরীতে ঋণ পেতে পারেন।
About Author