Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও কর্মসূচি শুরু করতে চলেছে সিপিআইএম, পাখির চোখ একুশের নির্বাচন

Updated :  Friday, January 1, 2021 11:16 PM

আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি দল একেবারে উঠে পড়ে লেগেছে। বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল সরকার চালু করেছে দুয়ারে সরকার কর্মসূচি। অন্যদিকে তার পাল্টা কর্মসূচি আর নয় অন্যায় চালু করেছে বিজেপি। এবারে রাজ্য এবং দেশের সরকারকে একসাথে তুলোধোনা করতে এবং রাজ্যের মানুষের কাছে শ্রমিক সংগঠনের সমস্ত দাবি-দাওয়া তুলে ধরতে সিপিআইএম শুরু করেছে একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও কর্মসূচি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি সহ সিপিএম কিন্তু হাল ছাড়তে রাজি না।

সিপিএম সূত্রে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফার কর্মসূচি চালানো হবে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। ৭৫ এবং ৭৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএমের এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে সিপিআইএম কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন কিভাবে মূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে কিভাবে অরাজকতা চলছে। পাশাপাশি, জানতে চাওয়া হবে কিভাবে বেকাররা যন্ত্রণার মধ্যে রয়েছেন। কেন্দ্রের বঞ্চনার কথা বলা হবে। সঙ্গে, কোন শ্রমিক ভাতা পাচ্ছেন না, কোন বাড়িতে কতজন বেকার, আদৌ কোনো সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হবে। তরুন প্রজন্ম কে সামনে রেখে মানুষের সঙ্গে কথা বলার কর্মসূচি গ্রহণ করেছে বামফ্রন্ট।

অন্যদিকে, ১৮ জানুয়ারি জেল ভরো এবং আইন অমান্য কর্মসূচি পালন করবে বাম সমর্থক কর্মীরা। সিপিএম কর্মী সংগঠন সিটু এর নেতা অনাদি সাহু (Anadi Sahu) বললেন,’ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হবে। সেখান থেকে সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হবে। দুই সরকারের জনবিরোধী নীতি গুলিকে সামনে রেখে এই কর্মসূচি পালন হবে। মানুষের সমস্যার কথা শুনবে সিপিআইএম।”