বাম কংগ্রেস জোট কোন মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই ভোটে লড়বে, সাফ জানালো বিমান বসু

Advertisement

Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে ভোট জয়ের উদ্দেশ্যে নেমে পড়েছে। একদিকে যেমন তৃণমূল বিজেপির দ্বন্দ্ব চরমে যাচ্ছে অন্যদিকে বাম এবং কংগ্রেস জোট গড়তে চলেছে। ইতিমধ্যেই বাম কংগ্রেস জোট একসাথে মিছিল করে গত রবিবার তাদের জোটে ভোটযুদ্ধ শুরু করল। কিন্তু এরই মাঝে প্রশ্ন উঠেছে বাম কংগ্রেস জোট জিতলে মুখ্যমন্ত্রী কে হবে?

Advertisement

কংগ্রেস নেতৃত্বের একাংশ অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি করেছে। কিন্তু আনুষ্ঠানিক জোট গঠনের আগেই কংগ্রেসের এহেন দাবি বাম শিবিরকে চরম অস্বস্তিতে ফেলেছে। তবে গত রবিবার আলিমুদ্দিনে বামেদের বৈঠকে জোটের মুখ্যমন্ত্রী কে হবে সেই সংক্রান্ত সমস্ত জল্পনায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন বিমান বসু।

Advertisement

আলিমুদ্দিন সিপিআইএম সদর দপ্তরে গতকাল ১৬ টি বামের সংগঠন বৈঠকে বসে। সেই বৈঠকে কংগ্রেসের সাথে জোট করে কি করে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়। সেখানেই বিমান বসু বলেন, “কংগ্রেস একটি পৃথক দল। তাদের নেতারা কি করছেন বা কি বলছেন তা নিয়ে আমাদের মন্তব্য করাটা খুবই বেমানান। তবে আমরা এখন শুধুমাত্র জোট করে যৌথ আন্দোলনে অবতীর্ণ হতে চাই। যৌথ আন্দোলনের মাধ্যমে ঐক্য গড়ে তুলবে দুপক্ষ।”

Advertisement

এছাড়া জোটের কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট কোন মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই লড়বে। তিনি দাবি করেছেন অতীতে পশ্চিমবঙ্গে কখনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে ক্ষমতায় আসেনি কোন বিরোধী। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন ১৯৬৭, ১৯৬৯, ১৯৭৭ এর নির্বাচনের কথা। এছাড়াও তিনি বলেছেন ২০১১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পদপ্রার্থী করেনি তৃণমূল। কিন্তু সবাই জানত তৃণমূল জিতলে মমতা মুখ্যমন্ত্রী হবে।

বিমান বসু আরও জানিয়েছেন যে বাম কংগ্রেস জোট করে তারা যৌথ কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ একটি দল তৈরি করতে চাই। এই ঐক্যবদ্ধ দল এবার যৌথ কর্মসূচি করে বাংলার মানুষের পাশে দাঁড়াতে চাই।