Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কুড়ে ঘরের চালে উঠে পড়ল একটি আস্ত গরু, মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি

আমরা প্রায় সকলেই কথা শুনেছি গল্পের গরু গাছে ওঠে। আদতে গরু কোনদিন গাছে উঠতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাচ্ছি এবার একটি গরু গাছের উপরে না হলেও…

Avatar

By

আমরা প্রায় সকলেই কথা শুনেছি গল্পের গরু গাছে ওঠে। আদতে গরু কোনদিন গাছে উঠতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাচ্ছি এবার একটি গরু গাছের উপরে না হলেও কুড়ে ঘরের চালে উঠে গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আমরা দেখতে পাব গল্পের গরু গাছে উঠে পড়েছে। তবে বিষয়টি অত্যন্ত অবাক করার মত বিষয়।

সকলেই বর্তমানে এই বিষয়টি দেখে একেবারে হতচকিত। গরুটি কুড়ে ঘরের চালের উপরে উঠলো কি করে সেটাই অনেকে ভাবতে পারছেনা। সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়া মাত্রই এই ভিডিওটি হয়ে গিয়েছে তুমুল ভাইরাল। আর এরকম একটা অবাক করা কান্ড ভাইরাল না হয়ে যায় কোথায়। সত্যিই সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক কিছু করতে পারি না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওতে গরুটি গাছের চালের উপরে উঠে পড়েছে। সকলেই তাকে নামানোর চেষ্টা করছে। অন্যদিকে, তাদেরকে আবার খেয়াল রাখতে হচ্ছে যেন গরুটির কোন ক্ষতি না হয়। এই অবলা প্রাণী গুলি কখন কি করে সেটা আমাদের বোঝা দায়। অতটা উঁচু থেকে নামতে গিয়ে গরুটির আঘাত লাগতে পারে, সেই ভেবে অনেকে চিন্তিত। তবুও, অনেক চেষ্টা চরিত্র করে গরুটিকে নামানোর চেষ্টা করছেন সকলে।

About Author