Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইসোলেশনে আসতে নিজে একাই পেরোলেন ১৫ কিমি পথ, অবাক কলকাতাবাসী

কলকাতা : সারা ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়লেও সেই নিরিখে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। এরমধ্যে কলকাতা নিয়ে কিছুটা চিন্তা কমলেও আতঙ্ক বাড়ছে উত্তর ২৪ পরগনায়।রাজ্যে করোনা সুস্থতার হার বাড়লেও রোজ…

Avatar

কলকাতা : সারা ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়লেও সেই নিরিখে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। এরমধ্যে কলকাতা নিয়ে কিছুটা চিন্তা কমলেও আতঙ্ক বাড়ছে উত্তর ২৪ পরগনায়।রাজ্যে করোনা সুস্থতার হার বাড়লেও রোজ রেকর্ড সংখ্যায় বাড়ছে সংক্রমণ, যার ভয়ে এখনো অনেকেই আপাতত গৃহবন্দী, জিনিস কেনার ক্ষেত্রে তারা বেছে নিয়েছেন অনলাইন মাধ্যমকে।

কিন্তু এসবের মধ্যেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা নিজেদের হোম আইসোলেশনেই রাখছেন।  যাঁদের রিপোর্ট পজিটিভ কিন্তু উপসর্গ তেমন নেই বা হালকা থেকে মাঝারি উপসর্গ আছে তাঁদেরও ঘরেই থাকার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। এই চরম পরিস্থিতিতে নিজের পরিবারের লোককে সুরক্ষিত রাখতে প্রায় ১৫ কিমি সাইকেল চালিয়ে হোম আইসোলেশনে গেলেন এক কলকাতাবাসী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বৃহস্পতিবার সিঁথি থেকে টালিগঞ্জে সাইকেল চালিয়ে নিজেকে সেলফ আইসোলেশনে নিয়ে যান এক কোভিড রোগী। সিঁথিতে বসবাসরত ওই ব্যাক্তির টালিগঞ্জেও একটি ফাঁকা ফ্ল্যাট রয়েছে। হোম আইসোলেশনে থাকা বাধ্যতামুলক হওয়ায় তিনি নিজেই এতোটা পথ একা সাইকেল চালিয়ে টালিগঞ্জ পৌঁছান। তবে এদিন প্রশাসনের তরফে তাকে অ্যাম্বুলেন্স দিতে চাওয়া হলেও তিনি তা নাকচ করে দেন।

একা একা ওই ফ্ল্যাটে থাকার জন্য  তিনি নিজেই নিজের দায়িত্ব নিয়ে আইসোলেশনে যান ।পরিবারকে নিরাপদে রাখতে তার এই অদ্ভুত সিদ্ধান্তে অবাক খাস কলকাতার অনেক লোক।কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও ভুল কিছু  না দেখলেও কলকাতা পুলিশ সম্পূর্ণ ঘটনাটা বিশদে দেখাশোনা করছে।

About Author