Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সোহম

Updated :  Saturday, October 3, 2020 8:08 AM

করোনা যুদ্ধজয় করে বাড়ি ফিরলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি অভিনেতার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড-19 টেস্ট করিয়েছিলেন। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।দ্রুত তাঁকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়।সোহমের স্ত্রী তাঁদের দুই সন্তানকে নিয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। সমগ্র টলিউড ও সোহমের শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় সোহমের আরোগ্য কামনা করেন।

অবশেষে আজ দুপুরে অভিনেতাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়ে নিজের মাস্ক পরা ছবি শেয়ার করেছেন সোহম। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি জানিয়েছেন,ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁকে আরো কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। নিজের ভক্তকুলকে এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শৈশবে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহম।এরপর টিনএজে চরিত্রাভিনেতা এবং বড় হয়ে বিভিন্ন ফিল্মে নায়কের ভূমিকায় অভিনয় করেন সোহম।

https://www.facebook.com/IamtheSoham/posts/2733549310260001

স্টিরিওটাইপ নায়কের ভূমিকাকে পাশের বাড়ির ছেলেতে রূপান্তরিত করে সোহমের ইমেজ।সিনেমার পরিমণ্ডলে বেড়ে ওঠা সোহমকে সম্প্রতি কিছু রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায়ও দেখা গিয়েছে। আশা করা যায়,আগামী দিনেও অভিনেতা সোহম চক্রবর্তীকে অনেক পরীক্ষামূলক চরিত্রে দেখা যাবে।