Categories: নিউজ

জামিন পেলেন না, কত দিন জেলে থাকতে হবে রিয়াকে? জানুন

Advertisement

Advertisement

সেশন কোর্টে শুনানি চলছে রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর জামিনের। রিয়া চক্রবর্তীর জামিন খারিজ করল আদালত। পাশাপাশি সৌভিকের জামিনের আর্জি খারিজ করে আদালত। আজ শুক্রবার রায় দানের কথা ছিল। এই নিয়ে তৃতীয়বার জামিনের আর্জি জানায় রিয়ার আইনজীবী মানশিন্ডে। ২২ শে সেপ্টম্বর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকবেন রিয়া ও তাঁর ভাই। উল্লেখ্য, বোম্বে হাইকোর্টে যাবেন রিয়ার আইনজীবী মানশিন্ডে।

Advertisement

উল্লেখ্য, এনসিবির ব্যালাড এস্টেটের কার্যালয়ের কাস্টডিতেই রাখা হয়েছিল রিয়াকে মঙ্গলবার রাত পর্যন্ত। পরবর্তীতে, বুধবার রিয়া কে সরানো হয় বাইকুল্লা মহিলা সংগশোধনাগারে। একাধিক হাইপ্রোফাইল আসামী বন্দি রয়েছেন এই জেলে।

Advertisement

শিনা বরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ভীমা–কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মী সুধা ভরদ্বাজও রয়েছেন এই জেলে। দুপুর বেলা এই জেলে খাবার হিসাবে দেওয়া হয় দুটো রুটি, এক বাটি ভাত, এক বাটি ডাল ও একটা সবজি। আপাতত এই জেলেই থাকবেন মাদককাণ্ডে অভিযুক্ত রিয়া চক্রবর্তী।

Advertisement