করোনা সংক্রমণ রুখতে ঘোষিত হয়েছে চতুর্থ দফার লকডাউন। তবুও যেন পরিস্থিতি দিনদিন নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রতিদিনই ভাঙছে রেকর্ড। ক্রমাগত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় মোট ৭,৪৬৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯ জন।
বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী, আগেই ভারতে আক্রান্তের সংখ্যা চীনকেও ছাপিয়ে গিয়েছে। তবে এবার শুধু আক্রান্ত নয় মৃত্যুতেও চীনের আগে এগিয়ে গেলো ভারত। চীনে যেখানে মৃতের সংখ্যা ৪,৬৩৪ জন, ভারতে সেই সংখ্যা ৪,৭০৬।
অন্যদিকে বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী এই মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত সংখ্যার ভিত্তিতে উৎস দেশ চীনের স্থান পঞ্চোদশতম। অন্যদিকে ভারতের স্থান নবম। যার অর্থ হলো বাকি দেশের তুলনায় চীনের পরিস্থিতি অনেকটাই ভালো। যদিও দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তবে এরই মাঝেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ, করোনা থেকে সুস্থ হওয়ার হারও ক্রমাগত বাড়ছে। জানা গিয়েছে ইতিমধ্যেই ৭১,১০৬ জন এই ভাইরাসকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠেছেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside