করোনা সচেতনতায়, আগামীকাল “জনতার কার্ফু” প্রচার শান্তিপুর বিজেপি কর্মীদের

Advertisement

Advertisement

নিজস্ব সংবাদদাতাঃ আজ শান্তিপুর শহর বিজেপির পক্ষ থেকে শান্তিপুরবাসীকে একটা করে মাক্স, সাবান ও “করোনা সতর্কতা হ্যান্ডবিল” দিয়ে করোনা ভাইরাস (COVID-19)এর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলা হয় পথচলতি সাধারণ মানুষ এবং দোকানদারদের।

Advertisement

আগামীকাল রবিবার দেশের মানুষের স্বার্থে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা কারফিউ পালন করতে অনুরোধ করা হচ্ছে l প্রত্যেক কে দেশের স্বার্থে আগামী কাল বাড়িতে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

Advertisement

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে করোনা আতঙ্ক, করোনা রোধে কাঠ কয়লা মাখার গুজব সারা গ্রাম জুড়ে

Advertisement

সাংবাদিকদের প্রশ্ন কতটুকু বিজ্ঞানসম্মত এই সিদ্ধান্ত! উত্তরের শান্তিপুর শহর মন্ডল 2 এর সভাপতি বিপ্লব কর জানান “12 ঘণ্টা মানুষের সাথে যোগাযোগ না থাকলে এইভাইরাস সংক্রামন ক্ষমতা হারায়। তাই একদিকে বিজ্ঞানসম্মত অন্যদিকে, দেশের এরকম বিপদসংকুল সময়ে, ধর্ম , রাজনীতি ধনী-দরিদ্র ভুলে সকলে সকলের জন্য এইটুকু মানা উচিত। প্রধানমন্ত্রী অনেকটা বুঝে তবেই নেমেছেন এ পথে, নিশ্চয়ই মিলবে সুফল।”

Recent Posts