Categories: দেশনিউজ

প্রভাব বাড়াচ্ছে মারন ভাইরাস করোনা, দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল লাখের গণ্ডি

গত এক দিনে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের

Advertisement

Advertisement

দেশজুড়ে করোনাভাইরাস এ দৈনিক আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। গতকালে তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন ১০ হাজার বেড়ে গেল। এর ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন মানুষ এবং এই প্রথম আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লক্ষের গণ্ডি। ভারতে আক্রান্তের সংখ্যা এতদিন পর্যন্ত ৯৭ হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল।

Advertisement

অন্যদিকে গত এক দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে এই সংখ্যা তার আগের দিনে থেকে কম হলেও খুব একটা কিন্তু কম নয়। পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাও কিন্তু কমেছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩ জন।

Advertisement

গত এক দিনে সুস্থ হয়েছেন ৯৩,২৪৯ জন। দৈনিক সুস্থতা সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার বর্তমানে ১ দশমিক ৩১ শতাংশ। দেশে সুস্থতার হার রয়েছে ৯২ দশমিক ৮০ শতাংশ। এখনো পর্যন্ত করণায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।

Advertisement

Recent Posts