Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু হতে চলেছে করোনার টিকাকরণ, দিনক্ষন জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

Updated :  Sunday, January 10, 2021 10:10 AM

নয়াদিল্লি: জল্পনা অবসান। অবশেষে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ কর্মসূচি (Corona Vaccination)। এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার (Central Govt)। জানা গিয়েছে, প্রথন ধাপে করোনার টিকা দেওয়া হবে ফ্রন্টলাইন হেলফ ওয়ার্কাদের। এমনটাই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র জানিয়েছে, ১৬ জানুয়ারি প্রথম দফায় ৩ কোটি ফ্রন্টলাইন হেলফ ওয়ার্কারদের কোভিড টিকা দেওয়া হবে। কারণ দেশজুড়ে করোনা মোকাবিলায় বেশি ভূমিকা নিয়েছে এই স্বাস্থ্যকর্মীরাই। এর পরে ৫০ বছর বয়স বেশি এমনদের কোভিড টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। শনিবার বিকালে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই সম্ভবত এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে গোটা দেশের বিভিন্ন রাজ্যে ড্রাই রান শুরু করা হয়েছে। কোভিডের টিকা হিসাবে দুটি ভ্যাকসিনকে ছাড়পত্রও দিয়েছে কেন্দ্র। একটি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন অপরটি সেরামের কোভিশিল্ড। সোমবার ভ্যাকসিন বণ্টন নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে করোনা টিকার সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসবে।

ইতিমধ্যে দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা অনেকটাই নিম্নমুখী। শনিবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,২২২। একসময়ে দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি চলে গিয়েছিল। শেষ ২-৩ মাসে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়। বর্তমানে ১৮-২২ হাজারের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা রয়েছে। সুস্থতার হার বাড়ছে। ফলে এই অবস্থায় টিকাকরণ শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

জানুয়ারি মাস থেকে করোনা টিকা চলে আসবে। এমনটা ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। প্রথম ধাপে স্বাস্থকর্মীদের টিকাকরণ করা হবে। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ড্রাই রান। তবে করোনার দৈনিক সংক্রমণ অনেক কমলেও, কোভিডের নতুন স্ট্রেন ঘিরে চিন্তা বাড়ছে। ইতমধ্যে দেশে অনেকে আক্রান্ত হয়েছেন। বেশ কিছু রাজ্যে কড়া নিয়মও জারি করা হয়েছে।