Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা ভ্যাক্সিন : সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্র, মিলেছে ইতিবাচক ফল

Updated :  Sunday, May 3, 2020 8:49 AM

করোনার প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। দিনের পর দিন বেড়েই চলেছে মৃতের পাহাড়। বিশ্বের প্রভাবশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র দিশেহারা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ট্রাম্পের দেশ। তবে এরই মাঝে আশার বানী শুনিয়েছে তারা। গোটা বিশ্ব যখন হন্যে হয়ে খুঁজে চলেছে করোনা প্রতিরোধের ওষুধ। তখন নিজেদের দেশে তৈরি রেমডেসিভারকে স্বীকৃতি দিল মার্কিন প্রশাসন।

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। অতি দ্রুততার সঙ্গে বাড়ছে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক ওষুধ প্রয়োগ করতে শুরু করেছে আমেরিকা। জরুরি ভিত্তিতে এই ওষুধ প্রয়োগ শুরু করেছে তারা। করোনা প্রতিরোধে কার্যকর রেমডেসিভার ওষুধ প্রয়োগে প্রয়োজনীয় অনুমতি দিল এফডিএ। শুধু তাই নয়, এই ওষুধ প্রয়োগকে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ১ হাজার জনের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে রেমডেসিভার ওষুধ। এই ওষুধ প্রয়োগের ইতিবাচক ফল মিলতে শুরু করেছে বলে জানান মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা। ইতিমধ্যে ৩১ শতাংশ মানুষ এই ওষুধ প্রয়োগের ফলে সেরে উঠছেন বলে জানা গেছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দাবি করেছে যে, ‘রেমডেসিভার ওষুধ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা গেছে করোনা ভাইরাসের সংক্রমণ।’ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দাবির সপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।