Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্য সুস্থতার হার ৯০ শতাংশ পার করল, মৃত্যুর হার নিম্নমুখী

কলকাতা: রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা যায়। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে…

Avatar

কলকাতা: রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা যায়। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হার। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার রাজ্যে পালিত হতে চলেছে আলোর উৎসব দীপাবলি। তার আগে রাজ্যে ফের দৈনিক সংক্রমণ থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি হল। এমনকি সুস্থতার হার ৯০ শতাংশে পৌঁছেছে। একদিকে যখন সুস্থতার হার ঊর্ধ্বমুখী, ঠিক তখন মৃত্যুর হার ব্যাপকভাবে কমছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সুস্থ হয়েছে ৪,৪৩১ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ৩,৭৬,৬৯৬। সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৮৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হযেছে মোট ৪,১৬,৯৮৪ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুস্থতা হার যেমন বাড়ছে তেমনই কমছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হযেছে ৪৯ জনের। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৭,৪৫২ জন।

তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা এখনও উদ্বেগ বাড়িয়ে চলেছে। তার ওপর গতকাল বুধবার থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। এর ফলে এই দুই জেলায় সংক্রমণ নিয়ে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হযেছে ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হযেছে ৮২০ জন।

About Author