Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে করোনা জয়ীর সংখ্যা চার লক্ষ বার, তবুও চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

Updated :  Wednesday, November 18, 2020 10:25 AM

কলকাতা: দুর্গাপূজো থেকে ভাইফোঁটা সব উৎসব কেটে গিয়েছে। তবে উৎসব শেষে রাজ্যের কাছে স্বস্তির খবর এটাই যে, কমছে করোনার দৈনিক সংক্রমণ। দুর্গাপুজোর আগে থেকে কেনাকাটার জন্য যেভাবে মানুষের ঢল নেমেছিল রাস্তায়, তা নিয়ন্ত্রণ করার জন্য দুর্গোৎসবে মণ্ডপগুলি ছিল দর্শকশূন্য। হাইকোর্টের দেওয়া এই রায়ের ফলে দুর্গাপূজা কেটে যাওয়ার পর থেকেই নিম্নমুখী হতে দেখা যায় দৈনিক সংক্রমণকে। এমনকি করোনা আক্রান্তের সংখ্যার থেকে বেশি হয় করোনা জয়ীর সংখ্যা। এই একই ধারা বর্তমানেও অব্যাহত রয়েছে। খুব ধীরে হলেও গত কদিন ধরেই রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছে ৪,৩৮৮ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় জয়ী হল মোট ৪,০৩,৩৪০ জন। সুস্থতার হার ৯২.০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৬৫৪ জন। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা আপাতত কমের দিকেই বলা যায়। উৎসব ও রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়াকে ঘিরে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। তা কতটা প্রভাব ফেলবে সেটা ভবিষ্যতই বলবে। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে মোট  ৭,৭৬৬ জন।

এদিকে গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। দক্ষিণবঙ্গের কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই এখনও পর্যন্ত সংক্রমণের হার সবচেয়ে বেশি। কলকাতায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২,৪৪৮ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৭১০ জন। মৃত্যু হয়েছে ১,৮১০ জনের।