Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশের মধ্যে সবচেয়ে বড়, মাত্র ১৫ দিনেই ওড়িশায় করোনা হাসপাতাল

Updated :  Thursday, March 26, 2020 7:50 PM

বর্তমানে করোনার জেরে বাড়ছে আতঙ্ক। গোটা বিশ্ব দাপিয়ে বিরাজ করছে নোভেল করোনা ভাইরাস। ভারতে আক্রান্তের সংখ্যা ৬০০ পার করে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। করোনার সংক্রমণ এড়াতে গোটা দেশ লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অবস্থায় ওড়িশার সরকার শুধুমাত্র করোনার রোগীর জন্য হাসপাতাল তৈরি করেছে।

মাত্র ১৫ দিনের মধ্যেই শুরু হবে হাসপাতালের কাজ। হাসপাতালটিতে করোনা রোগীর জন্য থাকছে ১০০০ টি শয্যা। গতকাল ওড়িশার মুখ্যমন্ত্রী তহবিলে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয় ওএমসি এর তরফ থেকে। তবে এখনো পর্যন্ত ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ২ জন।

মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে ২ টি হাসপাতালের কাজ শুরু হবে। সুতরাং বলাই বাহুল্য এমন পরিস্থিতিতে করোনার রোগীর জন্য উন্নত পরিকাঠামো যুক্ত হাসপাতালের গুরুত্ব রয়েছে অপরিসীম।