Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাত কাটা এক বাঁদরকে নিজের হাতে কলা খাওয়াচ্ছেন পুলিশ অফিসার, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Saturday, April 18, 2020 9:01 AM

শ্রেয়া চ্যাটার্জি – ভিডিওটিতে এই মানবিকতার এক উদাহরণ চোখের সামনে এসে পড়ল। এক পুলিশ অফিসার এক বাঁদর কে কলা খাইয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন এর মধ্যে আবার নতুনত্ব কি আছে? বাঁদর তো কলা খায়, কিন্তু এই বাঁদর টির কোন হাত নেই, তাই পুলিশ অফিসার নিজে হাতে করে বাঁদরটিকে কলা খাওয়াচ্ছেন।

এরকম ভিডিও যদি এক জায়গায় দেখতে পান তো, অন্যান্য জায়গায় দেখতে পাবেন অনেকেই করোনা ভাইরাস বাড়ির পোষ্য কুকুর, বিড়াল থেকে হতে পারে, এমন একটি ভুল ধারণার বশবর্তী হয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অনেকেই। যা সত্যি খুব দুঃখজনক। এ রকম একটা পরিস্থিতিতে এমন মন ভালো করা ভিডিও দেখতে কে না পছন্দ করবে! ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ১৬০০ টি লাইক এবং ৩০০ টির বেশি রিটুইট আসে।

গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, তাই রাস্তার কুকুর, বিড়াল এবং গরু হনুমান যে জায়গায় যে প্রাণীর আধিক্য বেশি, তারা কার্যত না খেয়েই রয়েছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে অনেক জায়গাতেই তাদের খাওয়ানোর ব্যবস্থা চলছে। তবে প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবেও কিছুটা উদ্যোগ নেন, যে যার সাধ্যমত তাদেরকে খাওয়ানোর কাজে একটু এগিয়ে আসেন, তাহলে অন্তত অবলা প্রাণী গুলোকে অভুক্ত থাকতে হয় না।